টুঙ্গিপাড়ায় লক্ষী প্রতিমার হাট

0
534

সজল সরকার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ//

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লক্ষীপূজা উপলক্ষে পাটগাতী সার্বজনীন কালি মন্দির প্রাঙ্গনে আয়োজিত লক্ষ্মীরহাট শেষ হচ্ছে আজ।

দুর্গাপূজার বিসর্জন অর্থাৎ বিজয়া দশমীর পরদিন হতে শুরু হওয়া এ হাট গত রবিবার হতে শুরু হয়ে চলবে আজ মঙ্গলবার পর্যন্ত।
মঙ্গলবারে জমজমাট ছিল এ হাট। কারণ বুধবারই লক্ষ্মী পূজা।

বুধবার (২৪ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে। লক্ষ্মী দেবী সুখ, শান্তি, সমৃদ্ধির দেবী বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস।
এ উপলক্ষে উপজেলার হিন্দু ধর্মবলম্বীদের বাড়িতে বাড়িতে মন্ডপ তৈরি করে সেখানে লক্ষ্মী মূর্তি স্থাপন করা হচ্ছে। তাই সবাই এখন ব্যাস্ত লক্ষ্মী প্রতিমা কিনতে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ছোট প্রতিমা বিক্রি হচ্ছে ৫০’ থেকে ১০০’ টাকা, মাঝাড়ি প্রতিমা ১৫০ থেকে ২০০ টাকা ও বড় প্রতিমা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা। যে যার পছন্দ ও সাধ্যমত কিনছেন লক্ষ্মী প্রতিমা।

এ হাটে শুধু লক্ষ্মী প্রতিমাই নয় বিক্রি হচ্ছে পূজার অন্যান্য উপকরণও। সোলার ফুল, নৌকা, মালা, নলডুগলি লতা, পদ্মকুড়ি, কলা গাছ, ফুল, বেলপাতা সহ বিভিন্ন উপকরণ কিনে নিচ্ছেন ক্রেতারা।