টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ওয়েড

0
148

টাইমস স্পোর্টস:
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ম্যাথু ওয়েড। ম্যাচ শুরুর মাত্র একদিন আগে সোমবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। অবশ্য সম্ভাব্য অধিনায়কের তালিকায় বেশ কয়েকজনের নাম উঠেছিল। শেষ পর্যন্ত সহ-অধিনায়কের ওপরই ভরসা রাখলো সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হাঁটুর চোটে পড়েন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে তিনি এই সিরিজে খেলছেন না। তার বদলি নতুন অধিনায়ক খুঁজতে হলো অজিদের। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ওয়েড। সেবারও অ্যারন ফিঞ্চ চোটে পড়ে ছিটকে যান। মঙ্গলবার মাঠে গড়াবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৪, ৬, ৭ ও ৯ আগস্ট বসবে সিরিজের বাকি ম্যাচগুলো। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে আয়োজন হবে ম্যাচগুলো। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।