ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ২১০ বোতল ফেন্সিডিল উদ্ধার

0
189

নিজস্ব প্রতিবেদক:
র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন কালীগঞ্জ হতে জীবননগর মহাসড়ক এর বলুহর বাসষ্ট্যান্ড পাকা রাস্তার দক্ষিন পাশে কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতি, মুকল খালেক ডায়াবেটিক হাসপাতাল এর পূর্ব পাশে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় ও পাচার করার উদ্দেশ্যে অবস্থান করছে। এরুপ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত একটি প্লাস্টিকের বস্তায় ২১০(দুইশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
উদ্ধারকৃত ফেন্সিডিল সাধারন ডায়রী মুলে ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানায় হস্তান্তর করা হয়।