জোড়া শিব মন্দিরের সম্মুখস্থ সীমানা প্রাচীর কাজের উদ্বোধন

0
230

খবর বিজ্ঞপ্তি:
খুলনা রেলওয়ে পরিসর, ৫নং ঘাট-এর ঐতিহাসিক জোড়া শিব মন্দিরের সম্মুখস্থ সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান ৩ ফেব্রæয়ারি বুধবার বেলা ১১টায় মন্দির কমিটির সভাপতি দেবী প্রসাদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এ সময়ে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এ দেশের প্রতিটি সম্প্রদায়ের লোক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে বিশ্বের দরবারে অসাম্প্রদায়িক দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সকল উন্নয়নের পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, শ্মশানঘাট, কবরস্থান-এর উন্নয়ন সাধিত হচ্ছে। জোড়া শিব মন্দির খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে বিশ্ব হেরিটেজের তালিকাভুক্ত হয়েছে। এটি খুলনার একটি গৌরবের ব্যাপার। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল এই মন্দিরের উন্নয়নের জন্য বিভিন্ন সময় অর্থ দিয়ে সহায়তা করেছেন। এই মন্দিরের উপর তাঁদের বিশেষ দৃষ্টি রয়েছে। শুধু তাই নয়, সিটি মেয়র ও সংসদ সদস্য খুলনা মহানগরীতে কোনো ভূমিদস্যু যাতে অন্যের জমি দখল করতে না পারে তারজন্য যুদ্ধ ঘোষণা করেছেন। কাজেই এমন নেতৃত্বের কারণে আমরা খুলনায় বাংলাদেশের অন্যান্য প্রান্তের থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছি। এ মন্দিরে বিভিন্ন সময় বিশ্বের কূটনীতিক ও পর্যটকরা পরিদর্শনে আসেন। তাঁদের নিরাপত্তার কারণে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের আন্তরিক সদ্দিচ্ছায় মন্দির কমিটি মন্দিরের সম্মুখস্থ সীমানা প্রাচীরের কাজ শুরু করেছেন। তারজন্য সিটি মেয়র, সংসদ সদস্য ও মন্দির কমিটির নেতৃবৃন্দ ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেনÑকেসিসি ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও খুলনা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুজ্জামান মিয়া স্বপন, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সম্পাদক আকিল উদ্দিন আকিল, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমরানুল হক বাবু, পূজা পরিষদ খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী পরিমল দাস, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদন থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার। আরও উপস্থিত ছিলেনÑউজ্জ্বল ব্যানার্জী, মহাদেব সাহা, সুশান্ত ব্যানার্জী, প্রণব চক্রবর্ত্তী, প্রফুল্ল দেবনাথ, সুকুমার সাহা, অশোক বাহাদুর, রবীন সাহা, অলোক দে, বাপ্পি রায়, ভোলা কাঞ্জিলাল, প্রদীপ দাস, দীপক সাহা, বাবু শীল, ধ্রæব প্রসাদ রায়, মাণিক শীল, শিলারানী পাল, নিতাই কুমার ব্যানার্জী, সজীব দাস, বিশ্বজিৎ সাহা, মধুসূদন দত্ত, প্রবীর রায়, দেবদাস রায়, মলয় মুখার্জী, সৌরভ হাজরা, রবীন দাস, বিপ্র দাস, যতীন কর্মকার, শঙ্কর সাহা, কৌশিক সরকার, ধ্রæব মÐল, অমিত রায়, অনিক বিশ্বাস প্রমুখ।