জেলা প্রশাসকের কাছে রাস্তা মেরামতের জন্য শিশু শিক্ষার্থীর আবেদন

0
789

মইনুল ইসলাম: আশাশুনিতে এক শিশু শিক্ষার্থী সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের কাছে রাস্তা মেরামতের জন্য লিখিত আবেদন করেছে। সোমবার বিকালে আশাশুনি উপজেলা চত্বরে থেকে শিশু শিক্ষার্থী রাস্তা মেরামতের জন্য লিখিত আবেদনপত্র জেলা প্রশাসকের কাছে জমা দেয়। জানাগেছে, আশাশুনির সদর উপজেলার উত্তর বলাবাড়িয়া গ্রামের ধনাঞ্জয়ের শিশু শ্রেণিতে পড়–য়া সৈকত প্রতিদিন কাদা-পানি ঠেলে আশাশুনি সরকারি প্রাথমিক স্কুলে যাওয়া-আসা করে। শুধু সৈকত নয় তার এলাকার শতাধিক শিক্ষার্থী উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে লেখা পড়া করতে আসেন। কিন্তু তাদের রাস্তায় কাদামাটি থাকার কারণে স্কুল পোষাক ও বই ভিজে যাওয়া নিত্য দিনের ব্যাপার হয়ে দাড়াই। ১৯৯৫ সালের ১৬ মে জ্বলোচ্ছাসে উপজেলার সদরের দয়ারঘাট স্লুইসগেট ভেঙ্গে আশাশুনি সদরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এরপর থেকে আড়াই বছর জলাবদ্ধতা থাকে এই এলাকায়। এরপর থেকে উত্তর বলাবাড়িয়ার ৩ কিলোমিটার রাস্তা এখনও মেরামতের উদ্যোগ নেয়নি কেউ। এই এলাকায় কোন স্কুল কলেজ না থাকায় এখানকার শিক্ষার্থীদের আশাশুনির বিভিন্ন স্কুলে আসতে হয়। কিন্তু রাস্তার কারণে তাদের প্রতিদিন বিপাকে পড়তে হয়। এলাকার কেউ অসুস্থ হলে তাকে নিয়ে আসার মতো যানবাহনও প্রবেশ করতে পারেনা। সুপেয় পানির অভাবও তাদের নিত্য দিনের সঙ্গী। এসব দূর্ভোগের কারণে শিশু শিক্ষার্থী সৈকত জেলা প্রশাসকের কাছে আবেদন করে। শিশু সৈকতের আবেদন পেয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা কে উত্তর বলাবাড়িয়া গ্রামের রাস্তা দ্রুত সংস্কারের নির্দেশ দেন।