জেলা পর্যায়ে কোভিডকালীন সময়ে ভবিষৎ করণীয় বিষয়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্টেকহোল্ডারদের সাথে এ্যাডভোকেসি ওয়ার্কশপ

0
139

খবর বিজ্ঞপ্তি:
বেসরকারী উন্নয়ন সংস্থা কেএমএসএস, ইউকে এইড ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন এর ৮টি ওয়ার্ড এবং বটিয়াঘাটা উপজেলার ৪ টি ইউনিয়নে (বটিয়াঘাটা, গঙ্গারামপুর, বালিয়াডাঙ্গা ও ভান্ডারকোট) বঞ্চিতজনের অধিকার [ঊীপষঁফবফ চবড়ঢ়ষবং জরমযঃং রহ ইধহমষধফবংয (ঊচজ)] প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণীর স্টেকহোল্ডারদের সমন্বয়ে জেলা পর্যায়ে কোভিডকালীন সময়ে ভবিষ্যৎ করনীয় বিষয়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্টেকহোল্ডার ও নাগরিক সহায়ক দলের নেতৃবৃন্দের সাথে অ্যাডভোকেসি ওয়ার্কশপ ৮মার্চ ২০২১, সোমবার, সকাল ১০.০০ মিনিটে হোটেল সিটি ইন এর ”বেলী সম্মেলন কক্ষ” খুলনায় আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আফরোজা আক্তার মঞ্জু, নির্বাহী পরিচালক, কেএমএসএস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তালুকদার আব্দুল খালেক মেয়র খুলনা সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন সম্মানিত উপ-পরিচালক, স্থানীয় সরকার ডাঃ মোহাম্মদ সাইদুল ইসলাম, সম্মানিত ডেপুটি সিভিল সার্জন খুলনা। এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করবেন আফরোজা আক্তার মঞ্জু, সম্মানিত নির্বাহী পরিচালক, কেএমএসএস।
সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টশন পরিচালনা করেন কেএমএসএস এর ইপিআর প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর বিনয় কৃষ্ণ রানা। এ্যাডভোকেসি সভাটি পরিচালনা করেন কেএমএসএস ইপিআর প্রকল্প এর প্রজেক্ট অফিসার শামিমা পারভীন। সভায় স্থানীয় পর্যায়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, এনজিও প্রতিনিধি, নাগরিক সহায়ক দলের নেতৃবৃন্দ ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে কোভিডকালীন সময়ে ভবিষ্যৎ করণীয় বিষয়ে মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য প্রদান উক্ত এ্যাভোকেসি সভায় অন্যান্য যারা বক্তব্য প্রদান করেন তারা হলেন কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জেড মাহমুদ ডন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, শহর সমাজ সেবা অফিসার রাকিবুল ইসলাম তরফদার, নাগরিক সহায়ক দলের নেতৃবৃন্দ ১৮ নং ওয়ার্ড সিএিসজি সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ডের সিএসজি সাধারন স্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু, ২৪ নং ওয়ার্ড সিএসজি সভাপতি ওয়ার্ডের এবিএম জাকির হোসেন, ২৭ নং ওয়ার্ডের সিএসজি সাধারন স্পাদক মোছাঃ সালমা ইয়াসমিন, পরিবর্তন এনজিও প্রতিনিধি শিরিন পারভীন প্রমুখ খুব মূল্যবান পরামর্শ ও বক্তব্য প্রদান করেন।