জাহাজে ‘বন্দি’ মেয়েকে ফিরিয়ে আনতে মোদিকে চিঠি বাবার

0
272

খুলনাটাইমস বিদেশ: জাপানের উপকূলে আটকে থাকা প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেসে’ থাকা ভারতীয় তরুণী সোনালি ঠক্করকে ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দারস্থ হয়েছেন বাবা দীনেশ ঠক্কর। গত শুক্রবার মেয়েকে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন তিনি। খবর জিনিউজের। চিঠিতে দীনেশ লিখেছেন, আমার মেয়ের বার বার রক্ত পরীক্ষা করা হয়েছে, কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ মেলেনি। তবু তার মতো অনেককে সংক্রমিতদের সঙ্গে এক জাহাজে রাখা হয়েছে। ১৫ দিন ধরে একটা ছোট্ট ঘরে কার্যত বন্দি করে রাখা হয়েছে তাকে। এই পরিস্থিতিতে তার প্রাণসংশয়ের ঝুঁকিও রয়েছে। এক ভারতীয় নাগরিক হিসেবে সরকারের কাছে অনুরোধ করছি, মেয়েকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হোক।’ চার দিন আগে জাহাজ থেকে এক বিবৃতিতে সোনালিও সরকারের কাছে এই আবেদন জানিয়েছিলেন। জানা গেছে, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে নতুন করে ১৩ জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই জাহাজের ভারতীয় কর্মী স্বরূপ চম্পাদার জানান, গত শুক্রবার জাহাজের ক্যাপ্টেন এ কথা জানিয়েছেন। এ নিয়ে এই জাহাজে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৭ জনে। উল্লেখ্য, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।