জাতীয় নির্বাচনের তফসিল; অক্টোবরে

0
378

টাইমস্ ডেস্ক:

এই বছর অক্টোবর মাসের শেষের দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সভা শেষে কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

হেলালুদ্দীন বলেন, অক্টোবরের শেষের দিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার আগেই যাতে ৩০০ আসনের ভোটার তালিকা ও ভোটার তালিকার সিডি প্রস্তুত থাকে, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ইসি নির্দেশনা দিয়েছে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, যেদিন জাতীয় নির্বাচনের তফসিল হওয়ার উপযুক্ত সময় হবে, সেদিনই তফসিল ঘোষণা করা যাবে।

সচিব বলেন, ৩০ জুলাইয়ে অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশনের নির্বাচনে বরিশালে ১০টি কেন্দ্রে এবং রাজশাহী ও সিলেটে দুটি করে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

হেলালুদ্দীন জানান, হিজড়া জনগোষ্ঠীর কোনো ভোটার তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার হওয়ার জন্য আবেদন করলে তাঁকে তৃতীয় লিঙ্গ পরিচয়ে ভোটার করা হবে। তাঁরা এত দিন নারী অথবা পুরুষ পরিচয়ে ভোটার হতেন। আর আগামী বছর থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।