জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা

0
170

খবর বিজ্ঞপ্তি:
বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমের”উদ্যোগে কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৯ মার্চ বেলা ১১টায় জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরার্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করে। শিক্ষক হুমায়ূন কবীর এর সভাপতিত্বে উক্ত ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সমন্বয় সভায় জলবায়ু পরিবর্তন জনীত সমস্যা এবং পরবর্তী তিন মাসে করনীয় বিষয় নিয়ে পরিকল্পনা করা হয়। সভাপতি মহোদয় বলেন, “জলবায়ু পরিবর্তনের কারনে দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ মানবেতর জীবন যাপন করছে। এই অবস্থা চলতে থাকলে আমাদেরকে বসত ভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। মানুষ হিসাবে আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে।” উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সদস্য শাহজান সিরাজ ও নিলীমা চক্রবর্তী প্রমুখ।