জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন

0
51

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং কমনওয়েল সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন এর অর্থায়নে “উপকূলীয় লবণাক্ত এলাকায় শস্যের নিবিড়তা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা শীর্ষক প্রকল্পের মিট টার্ম রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড.দেবাশীষ সরকার, মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ড. মোঃ শাহজাহান কবীর, মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। অঈওঅজ পক্ষ থেকে উপস্থিত ছিলেন নেইল লেজারো। উক্ত প্রকল্পের লিডার ড. মো: মঈনউদ্দীন উক্ত কর্মশালায় প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন সহ প্রকল্পের আওতায় এ পর্যন্ত অর্জনসমূহ তুলো ধরেন। ভারতের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর কৌশিক ভ্রমহচারিয়া, প্রতিভা সিং সহ মোট বারো জন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ড. আককাস আলী পরিচালক, কৃষি গবেষণা ফাউন্ডেশন। কর্মশালাটি ১০-১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।