জনগণকে সম্পৃক্ত করে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে : ইউপি চেয়ারম্যানদের প্রতি তাজুল ইসলাম

0
259

খুলনাটাইমস ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সবমায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জনগণকে সম্পৃক্ত করে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ‘কেন্দ্রীয় সম্মেলন-২০১৯’র প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। তাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে জনগণের জন্য কাজ করার সুযোগ অনেক বেশি। জনগণকে সেবা প্রদানের পাশাপাশি উদ্ভাবনী চিন্তাভাবনা প্রয়োগ করে সরকারের রাজস্ব আয় বাড়াতে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, ‘‘মানুষ আপনাদের সম্মান করে, আপনাদের কথা শুনে। দেশের কল্যাণে এ সুযোগ কাজে লাগাতে হবে।’’ তাজুল আরো বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সক্রিয় করে নিরপেক্ষভাবে বিচার আচার পরিচালনা করতে হবে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির আহবায়ক মো. বেলায়েত হোসেন গাজীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের। অন্ষ্ঠুানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষ থেকে বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরা হয়। মন্ত্রী তাদের যৌক্তিক দাবীগুলো পর্যায়ক্রমে সমাধান করার আশ্বাস দেন।