জনউদ্যোগ খুলনার আহবায়ক মানস রায় সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন নির্বাচিত

0
108

খবর বিজ্ঞপ্তি:
জনউদ্যোগ খুলনার তিনবছরের কার্যক্রম পরিচালনার জন্য পনের সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক মানস রায়কে আহŸায়ক, নারী নেত্রী এ্যাড: শামীমা সুলতানা শীলু, মানবাধিকার কমি এ্যাড: মোমিনুল ইসলাম ও সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুল হক মিঠু যুগ্ম-আহবায়ক সাংবাদিক মহেন্দ্র নাথ সেন সদস্য সচিব নির্বাচিত হয়েছে।
রোববার সন্ধ্যায় কনসেন্স মিলনায়তনে জনউদ্যোগ খুলনার কমিটি গঠনের জন্য সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আফম মহসিন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনউদ্যোগের কেন্দ্রীয় সদস্য সচিব তারিক হোসাইন। সভায় পরিচালনা করেন সাংবাদিক মহেন্দ্র্র নাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহামদ, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাড: শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সমন্বয়কারী এ্যাড: মোমিনুল ইসলাম, শাহনাওয়াজ আলী, সিপিবির মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান বাবু,বাসদের জনার্দন দত্ত নান্টু, সমাজসেবক মাছুদ মাহামুদ,পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, নারীনেত্রী সিলভী হারুণ, কনসেন্সের নির্বাহী পরিচালক সেলিম বুলবুল, পরিবর্তনের নির্বাহী পরিচালক নাজমুল আজম ডেভিড,ডা: সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু,বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা: নাসির উদ্দীন, নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড: বাবুল হাওরাদার,কবি রুহুল আমীন সিদ্দিকি, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, শিক্ষক মানস রায়, সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুল হক মিঠু, সৈয়দ আলী হাকিম, আইনুল হক, জয় বৈদ্য,দীপ কুমার বৈদ্য প্রমুখ। সভায় এই তিন বছরের জন্য সংখ্যালঘু, নারী, পরিবেশ ও স্থানীয় ইস্যুতে কাজ করার সিদ্ধান্ত হয়। সভায় আসন্ন দুর্গোৎসব উপলক্ষে এখন থেকে মন্দিরে মন্দিরে নিরাপত্তা বৃদ্ধি করার আহŸান জানান। সভায় দুর্গোৎসব উপলক্ষে তিনদিন সরকারি ছুটি দেওয়ার আহŸান জানান।