ছাত্র আন্দোলনের মধ্যে ক্ষমতার লোভ ঢুকেছে: মেনন

0
155

টাইমস ডেস্ক:
বর্তমান ছাত্ররাজনীতির সমালোচনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি বলেছেন, ‘আজকে ছাত্র আন্দোলনের অনেকখানি অবক্ষয় হয়েছে। ছাত্র আন্দোলনের মধ্যে ক্ষমতার লোভ ঢুকেছে। ভোগবাদিতা ঢুকেছে। তবে এটা তাদের দোষ নয়। এটা রাজনীতির দোষ।’ গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন মিলনায়তনে বাংলাদেশ ছাত্র মৈত্রী, জেলা শাখার ১৫তম কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, ‘রাজনীতির মধ্যে যখন দুর্ব”ত্তায়ন ঘটে, সাম্প্রদায়িকতা চলে আসে, তখন ছাত্র-তরুণ সমাজের মধ্যে লোভ-লালসা চলে আসাটা খুবই স্বাভাবিক। তারপরও আজকে জাঁতি তাকিয়ে আছে ছাত্রদের দিকে। তারা নিশ্চয়ই এই লড়াইয়ে পথ দেখাবে। আমরা তাই দেখতে পা”িছ।’ দেশের চলমান প্রেক্ষাপটে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘যখন দেশে বিচারহীনতার সংস্কৃতি প্রবলভাবে জেকে বসেছে, ধর্ষণ মহামারি আকার রূপ নিয়েছে; তখন ছাত্ররাই এগিয়ে এসে লড়াই শুরু করেছে। আমাদের সময় থেকে তারা অনেক বেশি সাহসী লড়াই করছে।’ ব্রাহ্মণবাড়িয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া এমন একটি জায়গা, যেখানে ধর্মের নামে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যার মূল্যবান নিদর্শন এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এখানে ধর্মের নাম করে সাম্প্রদায়িকতা ছড়ানোর ব্যব¯’া করা হয়েছে। অথচ বাংলাদেশের জন্ম হয়েছে অসম্প্রদায়িক চেতনার ভিত্তিতে।’ তিনি ছাত্র মৈত্রীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীদের মাঝে সংগঠনটির বর্ণাঢ্য ইতিহাস ও ত্যাগের কথা তুলে ধরেন। জেলা ছাত্র মৈত্রীর আহ্বায়ক মুহয়ী শারদের সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি কমরেড অ্যাডভোকেট কাজী মাসুদ আহামেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর প্রচার ও প্রকাশনা-বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা-বিষয়ক সম্পাদক ইয়াতুননেছা রুমা এবং জেলা ছাত্র মৈত্রীর সাবেক সহ-সভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ। এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সানিউর রহমান। সভা সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাছির। দিনব্যাপী সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন।