ছাত্রলীগ নেতা রনী কারাগারে

0
413

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের সাবেক ও আলোচিত ছাত্রলীগ নেতা নুরুল আজম রনিকে চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত ।সোমবার দুপুরে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মো. ওসমান গনি এ আদেশ দেন।

গত ৩১ মার্চ নগরীর চকবাজার থানাধীন চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে গিয়ে কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করেন রনি। জাহেদ খানের শরীরে আঘাত করার কথা স্বীকার করে পরে এক বিবৃতিতে এজন্য দুঃখ প্রকাশ করেন রনি।

এরপর ৪ এপ্রিল রাতে চকবাজার থানায় রনির বিরুদ্ধে ২০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে মামলা করেন জাহেদ খান। এ মামলায় রনি চার সপ্তাহের অন্তর্বতী জামিনে ছিলেন। গত ৭ মে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। মেয়াদ শেষে আজ মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধরের কিছুদিন পর স্থানীয় এক কোচিং মালিককে মারধর করেন রনি। রনির মারধরের সেই ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এরপর ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার হন রনি।