চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ২ দালালের সাজা

0
283

খুলনাটাইমস: চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সরকারি নির্দেশ অমান্যকারী দুই দালালকে ১৫ ও ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা বিআরটিএ অফিস প্রাঙ্গণে আকস্মিক অভিযান চালিয়ে দুই দালালকে এ দন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন-শহরের ফার্মপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে কল্লোল বিশ্বাস (২৭) ও দামুড়হুদা উপজেলার নূরনগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুজন আলী (২০)। দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দীন খান জানান, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় দালালির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ওই দু’জনকে ১৫ ও ৭ দিন করে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুইশ টাকা জরিমানা করা হয় অফিসের সিল মেকানিক জাকির হোসেনকে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি সিব্বির আহমেদ জানান, দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক দুইজনকে দোষী সাব্যস্ত করে অপরাধের মাত্রাভেদে ১৫ ও ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অফিসের সিল মেকানিককে দুইশ টাকা জরিমানাও করা হয়। পরে পুলিশের সহযোগিতায় তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।