চুক্তি নয়, বার্সা কোচের ভাবনায় ইন্টার ও রিয়াল

0
432

অনলাইন ডেস্কঃ বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে কোনো ভাবনা নেই এরনেস্তো ভালভেরদের। ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ নিয়ে এ মুহূর্তে যত ভাবনা বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। চার দিন পর নিজেদের মাঠ কাম্প নউয়ে লা লিগা চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের।

আতলেতিকো বিলবাওয়ের সাবেক কোচ ভালভেরদে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ‘ডাবল’ জিতেছেন। তবে তার অধীনে ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাবে ভালভেরদের। গত শনিবার রাতে সেভিয়াকে ৪-২ গোলে হারানো ম্যাচের পর ভালভেরদেকে তার ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। ৫৬ বছর বয়সী এই কোচও জানিয়ে দেন তার ভাবনায় আছে কেবল শুধু ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দুটি। “বার্সাতে আমার ভবিষ্যৎ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, এ নিয়ে আমি ভাবি না।” “যে দুইটা ম্যাচ আসছে আমি সেগুলো নিয়ে মনোযোগী।”