চীনে প্রবেশ করতে পারলেন না বিশ্ব স্বাস্থ্য স্বংস্থার বিশেষজ্ঞরা

0
167

খুলনা টাইমস:
করোনা ভাইরাসের উৎস¯’ল চীনের উহানেই কি না তা খতিয়ে দেখতেই জানুয়ারির শুরুতেই বিশ্ব স্বা¯’্য সং¯’ার ১০ জনের বিশেষজ্ঞের যাওয়ার কথা ছিল উহানে। আন্তর্জাতিক সং¯’াটির বিশেষজ্ঞদের চীনে ঢুকতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। বার্তা সং¯’া রয়টার্সের বরাতে জানা যায়, বছরখানেক আগে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এনিয়ে আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশ বারবার চীনের বিরুদ্ধে কথা বলেছে। তবে নিজের অব¯’ান থেকে সরতে নারাজ চীন। উহানকে করোনার উৎস¯’ল হিসেবে কিছুতেই মেনে নি”েছ না কমিউনিস্ট দেশটি। এহেন পরি¯ি’তিতে সেই সব বিষয়ে তদন্ত করে দেখতে জানুয়ারির শুরুতেই ১০ জনের বিশেষজ্ঞ দলের যাওয়ার কথা ছিল উহানে। এমনকি, দলের দুই সদস্য চিনের উদ্দেশে রওনা দিলেও তাঁদের বেজিংয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে হু। বিশ্ব স্বা¯’্য সং¯’ার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেন, আমরা বুধবার জানতে পেরেছি যে, চিনের আধিকারিকরা বিশেষজ্ঞ দলের যাওয়ার অনুমতি দেয়নি চীন। বেজিংয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছে, এই মিশন হু-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিনের এহেন পদক্ষেপে আমি অত্যন্ত হতাশ।” চিনে এই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মিশনের নেতৃত্বে রয়েছেন ডাব্লুএইচও-এর পশু-পাখির রোগ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক। গত জুলাই মাসেও চিনে গিয়ে অনুসন্ধান করে এসেছেন তিনি। কিš‘ সেটা ছিল মূল মিশনের প্রাক মিশন। বিশ্ব স্বা¯’্য সং¯’ার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান জানান, মঙ্গলবারই এই প্রতিনিধি দলের সদস্যদের রওনা দেওয়ার কথা ছিল। দুই সদস্য ইতিমধ্যেই রওনা দিয়েছিলেন চিনের উদ্দেশে। কিš‘ শেষমুহুর্তে বেইজিং অনুমতি না দেওয়ায় একজন ফিরে এসেছেন। আর একজন অন্য দেশে গিয়েছেন। আমেরিকা-সহ একাধিক দেশ করোনা মহামারীর জন্য চীনকে দায়ী করে আসছে। আর সেই অভিযোগ যে মিথ্যা নয়, তা প্রমাণ হয়েছে একাধিক গোপন নথি ফাঁস হওয়ায়। কয়েকদিন আগে চীনে করোনা মহামারী নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে সংবাদ মাধ্যম সিএনএন। সেখানে ¯’ানীয় স্বা¯’্যকর্মীদের রিপোর্টের ভিত্তিতে দাবি করা হয়েছে যে, প্রথমদিকে করোনা সংক্রমণের কথা গোপন রেখেছিল হুবেই প্রশাসন। ¯’ানীয় চিকিৎসকদের মতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ পর্যন্ত হুবেইয়ে সংক্রমণের সংখ্যা ছিল ৫ হাজার ৯১৮। কিš‘ সরকারি পরিসংখ্যানে এর অর্ধেক দেখানো হয়েছিল। ফলে, কোনও ব্যব¯’া না নেওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাসটি। বলে রাখা ভাল, ২০১৯ সালের নভেম্বরে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। হুবেই ‘প্রভিনশিয়াল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ- প্রিভেনশন’ এর এক কর্মীর কাছ থেকে ১১৭ পাতার একটি গোপন রিপোর্ট সংগ্রহ করে সিএনএন।