চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম বিষয়ে মতবিনিময় সভা

0
459

তথ্য বিবরণী: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে “চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম”-এর ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে শিক্ষকদের নেতৃত্ব দিতে হবে। কোচিং সেন্টারের শিক্ষকদের চেয়ে বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা অনেক বেশি। পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষার বিষয়েও নজর দেওয়া প্রয়োজন। জেলা প্রশাসক এসময় শিক্ষকদের কাছে “চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম” বিষয়ক ভাবনা তুলে ধরে বিষয়টির ওপর শিক্ষকদের সুচিন্তিত মতামত প্রদানের আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল হুসাইন খান, জেলা শিক্ষা কমিটির সদস্য মাসুদ মাহমুদসহ খুলনা মহানগরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।