চলমান সংকট নিরসনে বিশ্ব ইজতেমা স্থগিত

0
767

শেখ মোঃ নাসির উদ্দিনঃ
তাবলিগ জামাতের চলমান সংকট নিরসন ও মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে ভারতের দারুল উলুম দেওবন্দ যাবেন ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান রাজধানীর কাওরান বাজারের আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচনের আগে সব ধরনের জমায়েত নিষিদ্ধ। একইসঙ্গে তাবলিগের জামাতের মধ্যে বিরোধও রয়েছে। এসব বিবেচনায় তাবলিগের বিশ্ব ইজতেমার তারিখ আপাতত স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাবলিগের দুই পক্ষের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

মো. আনিছুর রহমান বলেন, এ মুহূর্তে কোনো জোড় ও ওজহাতি জোড় কিছুই করা যাবে না। এছাড়া একটি প্রতিনিধি দল ভারত যাবে। প্রতিনিধি দলের সদস্যরা আলাপ-আলোচনা করে সমাধান করবেন।

তাবলিগের চলমান সঙ্কট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাওলানা সাদের অনুসারীদের নিয়ে আলাদাভাবে আগামী ইজতেমা করার দাবি তুলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। যুক্তি হিসেবে দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদের ব্যাপারে আগের অবস্থান থেকে ফিরে এসে বলেও তিনি দাবি করেন।

এ সময় আলোচনার পর সিদ্ধান্ত হয়, দারুল উলুম দেওবন্দের অবস্থান স্পষ্ট হতে প্রতিনিধি দল যাবে এবং দেওবন্দ অনুমোদন দিলে তারা আলাদা করে ইজতেমা করতে পারবেন।

সে সিদ্ধান্তের ভিত্তিতেই দারুল উলুম দেওবন্দ যাবে ৬ সদস্যের এ প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, হাফেজ মাওলানা মুহাম্মদ যোবায়ের, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, ধর্মসচিব মুহাম্মদ আনিছুর রহমান এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ।

প্রতিনিধি দলের সফরের তারিখ এখনো নির্ধারিত না হলেও খুব দ্রুত তারা দেওবন্দ যাবেন বলে জানা গেছে।

এছাড়াও বৈঠকে আগামী বিশ্ব ইজতেমার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, যেহেতু তাবলীগ জামায়াতে এখন দুই পক্ষ হয়ে গেছে, তারা আগে তাদের সমস্যা নিরসন করুক তারপর ইজতেমার কথা ভাবা যাবে আর সমস্যার সমাধান হলে এবং ডিসেম্বর নির্বাচন হলে ইজতেমা করতে কোনো সমস্যা হবে না।

বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, হাফেজ মাওলানা মুহাম্মদ যোবায়ের, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, ধর্মসচিব মুহাম্মদ আনিছুর রহমান এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নাল আবেদিন, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রমুখ।