ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ শুরু

0
248

বাগেরহাট প্রতিনিধি:
ঘূর্ণিঝড় বুলবুল-র তান্ডবে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় জেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এসব ত্রাণ বিতরণ শুরু করেছেন। সোমবার (১১ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুতফর রহমান, গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সমসের আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এখানে ক্ষতিগ্রস্থ মানুষদের চাল, ডাল, চিনি, তেল, লবন ও নুডুলস প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ মানুষদেরকে নগদ ২৫ লক্ষ ৫০ হাজার টাকা ও সাড়ে ৮ শ বান্ডিল টিন বিতরণ শুরু করেছি। এর পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও দেওয়া হচ্ছে। এরপরেও ক্ষতিগ্রস্থ মানুষদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। উল্লেখ, ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে বাগেরহাটে ঘূর্নিঝড়ে ৪৪ হাজার ৫‘শ ৬৩টি ঘর-বাড়ি, ৭ হাজার ২‘শ ৩৪টি মৎস্য ঘের এবং ৩৫ হাজার ৫‘শ ২৯ হেক্টর ফসলি জমির আমন ও সবজি আবাদের ক্ষতি হয়েছে। এছাড়া গাছ চাপা পড়ে মারাগেছে দুই নারী।