ঘরে ঘরে ত্রাণ পৌছাতে খুলনায় প্রশাসনের ৫টি নতুন হটলাইন

0
808
খুলনা জেলা প্রশাসন কর্তৃক কর্মহীন অসহায় মানুষদের মাঝে ঘরে ঘরে ত্রাণ পৌছানো কার্যক্রম রবিবার নগরীর নিউমার্কেট এলাকায় পরিচালিত হয়। এসময় ছাত্রলীগ সোনাডাঙ্গা থানার সভাপতি জনি বসু ও নগর সহ-সভাপতি শেখ সাকিব স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। - খুলনা টাইমস

তন্ময় রায়:
নোভেল করোনাভাইরাস উদ্ভুত করোনা পরিস্থিতিতে খুলনা জেলা প্রশাসন কর্তৃক কর্মহীন অসহায় মানুষদের মাঝে Door to door Essential goods distribution in corona crisis through Digital Survey’- এর কার্যক্রম তদারকির লক্ষ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে।
জেলা প্রশাসনের তত্ত¡াবধানে ‘বিশেষ বেসরকারি মানবিক সহায়তা সেল’ কর্তৃক গৃহীত এই উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে দুইজন করে সহযোগী নিয়ে সর্বমোট ১৫ সদস্যের ৫টি টিম গঠন করা হয়। গঠিত টিম এইসব জেলা প্রশাসনের হটলাইটে ফোন করলেই পৌছে দেবে খাবার। এছাড়া নগর যুবলীগ ও ছাত্রলীগ প্রশাসনের এই আয়োজন এগিয়ে নিতে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক মাঠে নামিয়েছে। এরই ধারাবাহিকতায় ইতোপূর্বে ৫টি হটলাইন চালু করা হয়।
জানা গেছে, COVID-19 (নোভেল করোনাভাইরাস) সংক্রামণরোধ ঘোষিত ‘‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’’ এর কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষ, যারা এখনো সহায়তা পাওয়ার জন্য কোন তালিকাভুক্ত হননি, বিশেষ করে নি¤œমধ্যবিত্ত শ্রেণির ব্যক্তিবর্গ যারা জনসম্মুখে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন, তাদের জন্যই খুলনা জেলা প্রশাসন এই আয়োজন করে।
পরবর্তী সেই কার্যক্রমের গতি বাড়াতে নতুন করে ৩ সদস্যের টিম গঠন করা হয়। এবং প্রত্যেক টিমের কাছে নতুন হটলাইনের মোবাইল নম্বর দেয়া হয়। হটলাইনের কল করে হতদরিদ্ররা ত্রাণের জন্য আবেদন করতে পারবে। এতে তাৎক্ষণিক টিমের সদস্যরা পৌছে দেবে ত্রাণ সামগ্রী।
জেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীর মধ্যে দায়িত্ব প্রাপ্তরা হলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমরান খান। এবং তার সহযোগী হিসেবে রয়েছেন রাজস্ব শাখার অফিস সহকারী জি এম সাহিদুল হাফিজ (বাসেত) ও সদর ভূমি অফিসের চেইনম্যান মো: আলমগীর ফারুক। হটলাইন নম্বর ০১৭৫৫-৯৯২৫৫৫
আরেক টিমের নেতৃত্বে রয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন। তার সহযোগীরা হলেন, জে এম শাখার অফিস সহকারী শেখ মো: নাজমুল হুদা ও অফিস সহায়ক মো: ইয়াকুব আলী। হটলাইন নম্বর ০১৭৭১-৭২২৫৫৫
আরেকটির নেতৃত্বে রয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়–য়া। রাজস্ব শাখার ট্রেজারার আ: শুকুর ও সদর ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ শাকিল আহমেদ। হটলাইন নম্বর ০১৭৭৯৩-১৯২৫৫৫
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ ফয়সাল এর নেতৃত্বে গঠিত টিমের সদস্যরা হলেন নেজারত শাখার সহকারী নাজির মো: ইমরান হোসেন ও অফিস সহায়ক মো: আব্দুল কাদের। হটলাইন নম্বর ০১৭৬৫-৪৮২৫৫৫
এছাড়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসানের নেতৃত্বে টিমের সদস্যরা হলেন আইসিটি শাখার অফিস সহকারী সুজন কুমার ব্যাপারী ও অফিস সহায়ক আব্দুল কাদের। হটলাইন নম্বর ০১৭৫৩-৬৩২৫৫৫। উল্লেখ্য, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এংক্রান্ত আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজনে মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার ফেসবুক পেজ ও ইমেইলে (covid19helpdeskkhulna@gmail.com) যোগাযোগ করা যাবে।