গ্রিস, ক্যালিফোর্নিয়া ও তুরস্কের দাবানলে পুড়ছে বনাঞ্চল ও ঘরবাড়ি

0
138

টাইমস ডেস্ক বিদেশ : দাবানলে পুড়ছে গ্রিস, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও তুরস্কের বিভিন্ন অঞ্চল। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডা পর্বতে দাবানলের পর নিখোঁজ রয়েছেন ৮ জন। তিন সপ্তাহ ধরে জ¦লতে থাকা দাবানলে ধ্বংস হয়ে গেছে গ্রিনভিলের ঐতিহাসিক গোল্ড রাশ শহরের অনেকাংশ। এরইমধ্যে পুড়ে গেছে ৪ লাখ ৪৭ হাজার একর জমি। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে শহরটির প্রায় ৮০০ বাসিন্দাকে। আগুনে পুড়ে গেছে ১৮৪টি স্থাপনা। টানা পাঁচদিনের মতো দাবানলে পুড়ছে গ্রিসের এথেন্সের বনাঞ্চল। ইভায়া দ্বীপে আগুন ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে নিরাপদে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে পুড়ে গেছে গাছপালা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। দাবানলের পাশাপাশি বাতাসের তীব্রতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। পাশের দেশ তুরস্কেও চলছে দাবানল। আজিয়ান ও ইস্পার্তায় পাঁচটি দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলবাহিনী। এখন পর্যন্ত প্রাণ গেছে আট জনের।