অভিবাসন প্রত্যাশীদের নিয়ে এক সপ্তাহ সাগরে ভাসলো জাহাজ

0
132

টাইমস ডেস্ক বিদেশ : টানা এক সপ্তাহ সাগরে ভেসে থাকার পর আড়াইশোর বেশি অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইতালির বন্দরে ভিড়েছে জার্মানির দাতব্য সংস্থার একটি জাহাজ। গত সপ্তাহে তিউনিসিয়া উপক‚ল থেকে বাংলাদেশ, মরক্কো, মিশর ও সিরিয়ার অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের পর জাহাজটিকে বন্দর ব্যবহারের অনুমতি দেয়নি কোনো দেশ। শনিবার ইতালির সিসিলি দ্বীপের ত্রাপানি বন্দরে নোঙর করে সি ওয়াচ জাহাজটি। সেখানে অভিবাসন প্রত্যাশীদের করোনা টেস্টের পর দুই সপ্তাহের কোয়ারেন্টিনের জন্য অন্য একটি জাহাজে পাঠানো হয়। গত রোববার সি ওয়াচ ও ওশেন ভাইকিং জাহাজ দুটি ভ‚মধ্যসাগরের আন্তর্জাতিক সীমান্ত থেকে ইউরোপগামী ৩শ ৯৪ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। এর মধ্যে সি ওয়াচ ইতালিতে নোঙর করতে পারলেও দেড়শোর মতো অভিবাসন প্রত্যাশীকে নিয়ে এখনো সাগরে ভাসছে ওশেন ভাইকিং জাহাজটি।