গুড অ্যাকুয়া কালচার প্রাকটিস এন্ড কনটাক্ট ফারমিং ফর দ্যা ডেভলপমেন্ট অফ ফিসারি সেক্টর কর্মশালা

0
802

খুলনার বটিয়াঘাটায় ফিস ফার্ম ওনার্স এ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) আয়োজিত বাণিজ্য মন্ত্রণালয়ের ফিসারি প্রোডাক্টস বিজনেজ প্রমোশন কাউন্সিল (এফপিবিপিসি) ও ফোয়াবের অর্থায়নে গুড অ্যাকুয়া কালচার প্রাকটিস এন্ড কনটাক্ট ফারমিং ফর দ্যা ডেভলপমেন্ট অফ ফিসারি সেক্টর বিষয়ক দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা ফোয়াব সভাপতি মোলা সামছুর রহমান (শাহীন) এর সভাপতিত্বে বটিয়াঘাটার বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান বলেন, স্থানীয় নদী ব্যবহার করে রপ্তানি বৃদ্ধিতে অধিক চিংড়ি উৎপাদন বৃদ্ধি করে গ্রমীণ অর্থনীতি টেকসই পর্যায়ে উন্নিত করতে হবে।এজন্যে দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা পরিষদ সদস্য বাবু দিলিপ হালদার। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন এবং দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল।কর্মশালায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। স্বাগত বক্তব্য রাখেন পলাশ কুমার ঘোষ,প্রোগ্রাম নির্বাহী,এফপিবিপিসি বাণিজ্য মন্ত্রণালয়,ফোয়াবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাকিল হোসেন,ফোয়াবের প্রোগ্রাম নির্বাহী তপক মন্ডল (তপু)। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোয়াব বটিয়াঘাটা আঞ্চলিক কমিটির আহবায়ক পলাশ রায়। বিজ্ঞপ্তি