গবেষণায় সাফল্য অর্জন করতে নিরন্তর প্রচেষ্টা দরকার: উপাচার্য

0
273
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি:
বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত Research and how to build up an academic career by it (রিসার্চ এন্ড হাউ টু বিউল্ড আপ অ্যান একাডেমিক ক্যারিয়ার বাই ইট) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান ড. মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন শিক্ষা জীবনে সাফল্যের জন্য সময়ানুবর্তিতা এবং আন্তরিক প্রচেষ্টা খুবই জরুরী। গবেষণায় সাফল্য অর্জন করতে হলে নিরন্তর প্রচেষ্টা দরকার। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের এমন একটি মৌলিক বিষয় যা থেকে বহু শাখা-প্রশাখার বিস্তার লাভ করেছে এবং এ পর্যন্ত অনেক কিছু উদ্ভাবনের পেছনে পদার্থবিজ্ঞান চর্চা ও গবেষণার অবদান রয়েছে। এই বিজ্ঞানের গুরুত্ব কখনোই কমবে না। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন আয়োজিত গবেষণার মাধ্যমে ক্যারিয়ার গঠনের বিষয়টি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীর জন্য প্রভূত উপকারে আসবে বলে মনে করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। রিসোর্স পার্সন হিসেবে বিষয়বস্তুর উপর একক বক্তব্য রাখেন এবং পাওয়ার পয়েন্টে উপস্থাপনা করেন খ্যাতনামা পদার্থবিজ্ঞানী ও গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এ মামুন। তিনি বলেন গবেষণার মূল উদ্দেশ হলো সত্যের অনুসন্ধান। গবেষণার অভীষ্ট লক্ষ হওয়া উচিত মানবকল্যাণ। জীবনকে অর্থবহ করা যায় গবেষণার দ্বারা। জীবনের চলার পথে নানা বাধা-বিপত্তি থাকবেই, প্রতিকূলতা থাকবে। এসবকে অতিক্রম করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম। উদ্বোধনী পর্বে রিসোর্স পার্সনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করা হয়। এসময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।