খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে মরণ ফাঁদ

0
429

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ
খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় ওয়াসা কর্তৃপক্ষ পানির পাইপ লাইনের কাজ করার সময় মহাসড়কের আলিয়া মাদ্রাসার সামনে রাস্তা জুড়ে খুড়াখুড়ি করে ফেলে রেখে যাওয়ায় মহাসড়কটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। প্রতিনিয়ত ছোট খাটো দূর্ঘটনা ঘটে চলেছে। যে কোন মুহুর্তে বড় ধরণের দূর্ঘটনার আশংকায় জরুরী ভিত্তিতি মহাসড়কের ব্যস্থতম সড়কের অংশটি সংস্কারের জন্য দাবী জানিয়েছেন এলাকাবাসী।
মহানগরীতে ওয়াসা কর্তৃপক্ষ পানির পাইপ লাইনের কাজ করার সময় খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় রাস্তার একটি বড় অংশ খুড়ে পানির লাইনের পাইপ বসানো হয়। খুড়াখুড়ির দীর্ঘ প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও সড়কটি সংস্কার করা হয়নি। একই সময়ে ফুলবাড়ীগেট আলিয়া মাদ্রাসার প্রধান ফটক সংলগ্ন এবং কেডিএ খানজাহান আলী সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও আইআরআই এর লিংক রোর্ডের সামনে মহানসড়কের সম্পুন্ন রাস্তা খুড়ে ওয়াসার পানির পাইপ লাইন কেডিএ আবাসিকের ভিতরে নেওয়া হয়। খুড়াখুড়ির পর মহাসড়কের এই অংশের মধ্যস্থানে বিরাট একটি অংশ জুড়ে গর্তে পরিনত হওয়ায় প্রতিনিয়ত এখানে রাতের অন্ধকারে ভ্যান.রিক্রা, মটরসাইকেল, ইজিবাইক, মাহেন্দ্র সহবিভিন্ন যানবাহন উল্টে গিয়ে দূর্ঘটনার স্বিকার হচ্ছে। স্থানীয় এলাকাবাসী দুর্ঘটনা এড়াতে মহাসড়কের মধ্যে কলাগাছ ফেলে লাল কাপুড় টানিয়ে দিয়েছে। বর্ষার পানিতে বর্তমানে গর্তটি আরো বড় আকার ধারণ করায় মহাসড়কে দ্রæত গতী সম্পুন্ন যানবাহন যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনায় পড়তে পারে। এ অবস্থায় এলাকাবাসী জরুরী ভিত্তিতে মহাসড়কের এই স্থানটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ।