খুলনা-মংলা রেললাইনের বিকল্প ব্যবস্থা না করে ব্রীজ নির্মাণ করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

0
653

ফুলবাড়ীগ্টে(খুলনা) প্রতিনিধি:
তেলিগাতী -রংপুরের একমাত্র সংযোগ সড়কের বরইতলা ঘাট এলাকায় খুলনা-মংলা রেলওয়ের প্রকল্পের ব্রীজ নির্মার্ণের মাধ্যমে সরকারি সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গতকাল শনিবার বিকাল ৫টায় বরইতলা ঘাট ব্রীজের নিজে রংপুর-তেলিগাতী গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় এলাকাবাসী বলেন, খুলনা-মংলা রেলওয়ে প্রকল্পে রংপুরের সাথে তেলিগাতীর একমাত্র সড়কের বরইতলা ঘাট সংলগ্নে যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করে ব্রীজ নির্মাণ করায় এ সকল অঞ্চলের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। একই সাথে রংপুরের হাজার হাজার মানুষের শহরে আসা বন্ধ হয়েগেছে এবং তেলিগাতী তথা যোগিপোল ইউনিয়নের মানুষের কৃষি কাজ ও মাছের চাষ সহ সকল ধরনের চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ার দুই গ্রামের হাজার হাজার মানুষ চরম বিপদে পড়েছে। সভায় যাতায়াতের সমস্যার দ্রুত সমাধানে বিকল্প ব্যবস্থার দাবী জানিয়ে বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসুচি ঘোষনা করা হয়। আওয়ামীলীগ নেতা কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ. মারুফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ১২নং রংপুর ইউনিয়নের চেয়ারম্যান রাম প্রসাদ জোদ্দার, যোগিপোল ১নং ওয়ার্ড মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, ২নং ওয়ার্ড মেম্বর জি এম এনামুল কবির, মহিলা মেম্বর মোছা. মাহফুজা খাতুন, রংপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশীষ কবিরাজ, রংপুর ইউনিয়নের মেম্বর নির্ঝর সরকার। ফকির মোকছেদ আলীর পরিচালনায় বক্তৃতা করেন আলহাজ্জ সরদার, আজগর আলী, সরদার শফিকুল ইসলাম, আম্বিয়া বেগম, অম্বিকা রাণি মন্ডল, শেখ আব্দুল কাদের, থানা আওয়ামীলীগ নেতা কাজী জাকারিয়া রিপন, লিয়াকত মুন্সি, মো, আহসান কবির লাভলু, মো, নাজমুল জোয়াদ্দার বক্তৃতা করেন। প্রতিবাদ সভায় এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।