মোড়েলগঞ্জে ৩২৪ জেলে পরিবার পেলেন বিশেষ ভিজিএফ’র চাল

0
406

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ:
বাগেরহাটের মোড়েলগঞ্জে জিউধরা ইউনিয়েনের ৩২৪ জেলে পরিবার পেলেন বিশেষ ভিজিএফ’র চাল। শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় কাকড়াতলী মাঠে এ চাল বিতরণ করা হয়।
প্রতিটি মৎস্য জেলে পরিবার ৪৬ কেজি করে ৩২৪ পরিবারের মধ্যে ১৫ মেট্রিকটন ১০৫ কেজি এ চাল বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, আ.লীগ নেতা আবজাল হোসেন মাসুম, ইউনিয়ন পরিষদের সচিব ঢালী মাহবুবুর রহমান, মৎস্যজীবি সমিতির সভাপতি মো. মোশারেফ হোসেন খান, ইউপি সদস্য আব্দুল হাকিম মৃধা, শিমুল কান্তি মিস্ত্রী, আসালতা মন্ডল, নুরুন্নাহার বেগম ও নাছিমা বেগম। উল্লেখ্য, ৬৫দিন সাগরে মৎস্য নিধন থেকে বিরতি থাকায় জেলেদের সরকারিভাবে এ চাল বিতরণ করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু জেলেদের জন্য নয় গরীব অসহায় সাধারণ মানুষের জন্য নেয়ামত সরুপ কারন ১৯৭৫ এর ১৫ আগষ্ট দেশিয় ও আর্ন্তজাতিক চক্রান্তকারিরা জাতীর জনক শেখ মুজিবুর রহমানে স্ব পরিবারের হত্যা করে। মহান আল্লাহ তাআলা সেদিন তারই সু যোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনাকে বাচিয়ে রেখেছিলেন। জাতীর জনকের স্বপ্ন সোনার বাংলা গড়ার জন্য রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনাকে দিয়েই এ দেশ পরিচালিত হবে। আর সাধারণ মানুষ তার সুফল পাবেন।