খুলনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু এখন সময়ের দাবি

0
483
৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু,train,rtv,rtvonline

খবর বিজ্ঞপ্তি:
খুলনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, খুলনা দেশের অন্যতম শিল্প ও বন্দর নগরী। শুধু তাই নয়, চিংড়ি শিল্প, সুন্দরবন প্রভৃতি কারণে খুলনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এ অঞ্চলের অনেক অধিবাসী ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বি-শিল্পায়নের সময়ও কিছু কিছু ব্যক্তি মালিকানাধীন শিল্প এখানে গড়ে উঠছে। ব্যবসায়ীদের একটি বড় অংশ খুলনায় থেকেই তাদের ব্যবসায়িক কাজকর্ম পরিচালনা করে থাকেন। এছাড়াও চাকরিজীবী, শিক্ষার্থী, সাধারণ মানুষের প্রতিনিয়তই রাজধানী ঢাকায় যাতায়াত করতে হয়। ইতোপূর্বে ঢাকার সাথে চট্টগ্রাম, রাজশাহী, বেনাপোল সরাসরি ট্রেন সার্ভিস চালু হলেও অজ্ঞাত কারণে খুলনা বঞ্চিতই থেকে গেল। ট্রেনে যাতায়াত আরামদায়ক হওয়ায় বিশেষ করে বয়োবৃদ্ধ-নারী-অসুস্থ-প্রতিবন্ধী-শিশুসহ সকলের কাছেই এ বাহন জনপ্রিয়। ট্রেনে যাতায়াত তুলনামূলকভাবে সাশ্রয়ী। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের মানুষ ঢাকায় যাওয়ার ক্ষেত্রে ট্রেনের উপর এতবেশি নির্ভরশীল হয়ে পড়েছে যে, অনেক সময় ৭ দিন আগেও টিকেট পাওয়া যায় না। ফলে অনকেই ব্যর্থ মনোরথ হয়ে ইচ্ছা ও সামর্থ্যরে বিরুদ্ধে অন্য মধ্যমে যাতায়াত করে থাকে। অন্যদিকে খুলনা-ঢাকা এ সার্ভিস চালু হলে সরকারের লোকসানের কোনো সম্ভাবনা তো নেই বরং এটি অনেক লাভজনক হবে। যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিদিন ন্যূনতম একটি ট্রেন সরাসরি ঢাকা-খুলনা যাতায়াত এখন সময়ের দাবি। এ ব্যাপারে মন্ত্রণালয়, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরসমূহের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে বিবৃতিদাতারা হলেন-খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আ ফ ম মহসীন ও সদস্য সচিব এ্যাড. মোঃ বাবুল হাওলাদার। অনতিবিলম্বে এ সার্ভিস চালু না হলে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে দাবি আদায়ে আন্দোলন গড়ে তোলা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।