খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন চালুর দাবি যুব ইউনিয়নের

0
350

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয়, খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়ে এক বিবৃতিতে বলেন, যোগাযোগ ও প্রযুক্তির সর্বোচ্চ যুগে ব্যবসা-বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে তালমিলিয়ে সকল সেক্টরের যোগাযোগ ব্যবস্থা উৎকর্ষ সাধন করছে। কিন্তু এক্ষেত্রে খুলনা এখনও তিমিরে। দেশের তৃতীয় শিল্প ও বন্দর নগরী হিসেবে খ্যাত খুলনা চিংড়ি শিল্প, সুন্দরবন প্রভৃতি কারণে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলও বটে। সার্বিক যোগাযোগ ও উন্নয়নের ক্ষেত্রে সম্ভাবনাময় এ অঞ্চলকে গুরুত্বের সাথে বিবেচনায় আনতে হবে। কারণ এ অঞ্চলের সার্বিক কর্মকা- জাতীয় উন্নয়ন ও অর্থনীতিতে অনস্বীকার্য ভূমিকা পালন করে। ব্যক্তি মালিকানাধীন নতুন নতুন শিল্প এখানে গড়ে উঠছে। ব্যবসায়ীদের একটি বড় অংশ খুলনায় থেকেই তাদের ব্যবসায়িক কাজকর্ম পরিচালনা করে থাকেন। এছাড়াও চাকরিজীবী, শিক্ষার্থী, সাধারণ মানুষের প্রতিনিয়তই রাজধানী ঢাকায় যাতায়াত করতে হয়। ঢাকার সাথে চট্টগ্রাম, রাজশাহী, বেনাপোল বিরতিহীন ট্রেন সার্ভিস চালু হলেও খুলনায় হয়নি। ট্রেন আবাহমান কাল ধরেই জনপ্রিয় বাহন। যাতায়াতের ক্ষেত্রে এটি তুলনামূলকভাবে সাশ্রয়ীও বটে। খুলনা-ঢাকা যাতায়াতের ক্ষেত্রে ট্রেন এতোবেশি জনপ্রিয় যে, বেশিরভাগ ক্ষেত্রে এক সপ্তাহ আগেও টিকেট পাওয়া যায় না। ফলে যাত্রীরা ইচ্ছার বিরুদ্ধে হলেও বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়। অন্যদিকে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু হলে এটি হবে সরকারের জন্য লাভজনক। নেতৃবৃন্দ দিনে ন্যূনতম একটি ট্রেন সরাসরি ঢাকা-খুলনা যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানান। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, জেলা ও মহানগর নেতৃবৃন্দ যথাক্রমে শেখ মোঃ আব্দুল হালিম, গাজী আফজাল হোসেন, এড. খান আজরফ হোসেন মামুন, এড. আরিফিন কবির, ধীমান বিশ্বাস, এড. আরিফা খাতুন, তুষার বর্মণ, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, আফজাল হোসেন রাজু, উজ্জ্বল পাল, মিহির সরকার, বনমালী বৈদ্য, সুখলাল বিশ্বাস, জামাল হোসেন, সুজাতুজ্জামান মুন, উজ্জ্বল বিশ্বাস, অমল ম-ল, শঙ্কর ম-ল, ইয়াসিন বদর প্রমুখ।এ ব্যাপারে কর্মসূচি গ্রহণ করা হবে বলেও নেতৃবৃন্দ বিবৃতিতে জানান।