খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন দুই হাজার আটশত ৯১ জন

0
138

তথ্য বিবরণী:
খুলনা জেলায় আজ (শনিবার) দুই হাজার আটশত ৯১ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ এক হাজার পাঁচশত নয় এবং মহিলা এক হাজার তিনশত ৮২ জন। এ পর্যন্ত দুই লাখ নয় হাজার দুইশত ৬৮ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
শনিবার (১৪ আগস্ট) খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার তিনশত ৭৬ জন এবং আটটি উপজেলায় মোট এক হাজার একশত ৬৭ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে একশত ৩৯ জন, দিঘলিয়ায় একশত ২৯ জন, ডুমুরিয়ায় দুইশত ১৫ জন, ফুলতলায় একশত ৫৪ জন, কয়রায় একশত ১১ জন, পাইকগাছায় ৯৭ জন, রূপসায় একশত ৭৮ জন ও তেরখাদায় একশত ৪৪ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনশত ৪৮ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। শনিবার মহানগরের তিনটি হাসপাতালে এক হাজার ছয়শত ৯১ জন এবং খুলনা জেলার নয়টি উপজেলায় তিন হাজার পাঁচশত ৫৮ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।