বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত

0
814

ফুলবাড়ীগেটপ্রতিনিধিঃ “সবার জন্য চক্ষু সেবা” স্লোগানকে সামনে রেখে এবারের বিশ্ব দৃষ্টি দিবস-২০১৮ উপলক্ষে খুলনার শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং অরবিস ইন্টারন্যাশনালের কাতার ফান্ড ফর ডেভলপমেন্ট ও সাইটসেভার্স এর সহায়তায় দিবসটি বর্ণাঢ্য র‌্যালী, সেমিনার ও বিভিন্ন প্রতিযোগিতাসহ বিস্তারিত কর্মসুচি পালন করে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি খুলনা-যশোর মহাসড়কসহ পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ীগেট হয়ে পুনরায় হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে বিএনএসবি চক্ষু হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন এনজিও-এর কর্মরত কর্মীবৃন্দ ছাড়াও ব্র্যাক, দলিত, পরিবর্তন, জাগরনী চক্র ফাউন্ডেশন ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী স্বত্বস্ফুর্তভাবে অংশগ্রহন করে। পরে বিশ্ব দৃষ্টি দিবস-২০১৮ উপলক্ষ্যে হাসপাতাল অডিটোরিয়ামে সবার জন্য চক্ষু সেবা এর উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে দিবসটি উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, কিশোরদের রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুর রব। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দৃষ্টি সবার অধিকার সুতারাং সকলের দৃষ্টি সুরক্ষায় আমাদের সচেতন হওয়া উচিত। সেমিনারে সভাপতিত্ব করেন হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. মিজানুর রহমান নাসিম । অনুষ্ঠানে বক্তৃতা করেন ডা. বি. এম. সাইফুর রহমান, ডা. মো. আবুল কালাম আজাদ, ডা. রীতা বালা, ডা. মোসাম্মৎ আরফীয়া মুন্নী, মীর মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. আজিমুল মুনির হোসেন, এম মাহমুদুল হাসান।