খুলনা উন্নয়ন কমিটির জায়গায় দোকান স্থাপনের প্রতিবাদে জরুরী সভা

0
196

খবর বিজ্ঞপ্তি:
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র মজিদ সরণি’র সম্পত্তিতে কার্যালয় ও খুলনার উন্নয়ন-আন্দোলন সংগ্রাম-গবেষণা-স্বপ্নের সূতিকাগার হিসাবে খুলনাবাসী মনে করে। অনেক কষ্ট, রক্ত, আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে কেডিএ থেকে দাতা সদস্য, আজীবন সদস্যসহ খুলনাবাসীর অর্থায়নে নিজস্ব সম্পত্তি ও কার্যালয় প্রতিষ্ঠা হয়। কিন্তু কথিত উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ-উজ জামান, মনিরুজ্জামান রহিম গং খুলনাবাসীকে অন্ধকারে রেখে প্রতারণা করে সামনের অংশে বছরব্যাপী অবৈধ মেলার নামে দোকান বরাদ্দ-বাণিজ্য করে আসছে। খুলনাবাসী জানতে চায়, কার স্বার্থে খুলনাবাসীর আশা-আকাঙ্খার স্বপ্নকে গলা চিপে ধরছে? এ বিষয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এভাবেই কথাগুলো বললেন নগরীর ডালমিল মোড়স্থ পোল্ট্রি সমিতির অফিসে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র জরুরী সভায় বক্তারা। কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি ভাষা সৈনিক লোকমান হাকিম, নির্বাহী সদস্য আলহাজ্ব হাফিজ মাহমুদ স্বপ্নসহ অসুস্থ সকলের সুস্থতা এবং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মৃত আবু মোহাম্মদ ফেরদাউস, সাবেক সভাপতি সাংবাদিক লিয়কত আলী, এ্যাড. ফিরোজ আহমেদ, এ্যাড. আঃ সালাম, শেখ মোঃ ফেরদাউস, খান মোঃ ফেরদাউস-সহ মরহুম সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া হয়। সভায় (১৬ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় উন্নয়ন কমিটির পরবর্তী সভার সিদ্ধান্ত হয়। উক্ত সভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করে স্বাস্থ্যবিধি মেনে বক্তৃতা করেনÑকমিটির সহ-সভাপতি কবি রুহুল আমিন সিদ্দিকী, উপদেষ্টা ও চেম্বার পরিচালকদ্বয় এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোশারফ হোসেন, যুগ্ম মহাসচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শেখ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক এস এম আকরাম হোসেন খোকন, প্রচার সম্পাদক শেখ আইনুল হক, ক্রীড়া সম্পাদক আঃ খালেক শিকদার, নির্বাহী সদস্য এস এম কামরুল ইসলাম, তপন পাল, সিরাজুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, মোঃ সোহেল রানা, মোঃ নয়ন হাওলাদার প্রমুখ।