খুলনায় শিশুদের ব্লাড ক্যান্সার সচেতনতামূলক সেমিনার’

0
269

খবর বিজ্ঞপ্তি:
‘অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০১৯’ উপলক্ষে সেবা প্রদানমূলক কর্মসূচির অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব খুলনা’র আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় খুলনা লায়ন্স ভবন প্রাঙ্গণে শিশুদের ব্লাড ক্যান্সার সচেতনতা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উক্ত প্রোগ্রামের সাব-কমিটির আহ্বায়ক লায়ন ডাঃ সাহানা রাজ্জাক। সেমিনারের মুখ্য আলোচক ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ শারাফাত হোসেন। বক্তব্য রাখেন-লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক গভর্নরের উপদেষ্টা লায়ন শাহ্ জাহাঙ্গীর আবেদ, লায়ন ডাঃ শাহীন নওরোজী, লায়ন শেখ মোঃ বদরুল ইসলাম, লায়ন মোঃ ফেরদৌস আলম ফারাজী, লায়ন ডাঃ বোরহান উদ্দিন আহমেদ, লায়ন গালিব কাপাডিয়া, লায়ন শিরিন কাপাডিয়া, লায়ন জিয়াউদ্দিন আহমেদ, লায়ন মনোয়ারা বেগম, লায়ন ডাঃ এম বি জামান, লায়ন সুমাইয়া নাসরিন, সুন্দরবন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আবেদা আফরীন প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন এড. শামীমা সুলতানা শীলু এবং সঞ্চালনা করেন সেক্রেটারী লায়ন এড. কুদরত-ই-খুদা। সেমিনারে উপস্থিতিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, বর্তমানে শিশুদের ক্যান্সার আশঙ্খাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, এমতাবস্থায় শিশুদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও পরিবর্তনের মাধ্যমে এ রোগের ঝুুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।