খুলনায় মাদকদ্রব্য’র অভিযানে ৬ পিস প্যাথেডিনসহ ফার্মেসী মালিক আটক

0
469

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি টিম মেসার্স লাকী মেডিকেল হলে অভিযান চালিয়ে ৬ পিস প্যাথেডিনসহ মোঃ মামুন (২০) কে আটক করেছে। সে ওই ফার্মাসির ব্যবসায়ী অংশিদার। এ সময় অপর মালিক এম এ মান্নান (৪৮) পালিয়ে যায়।

বুধবার দুপুর ২ টার দিকে নগরী সোনাডাঙ্গা থানাধীন ২৩/বি মজিদ স্মরনী সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আটক করেন। এ ব্যাপারে সোরাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কার্যালয় সুত্র মতে, সংস্থার পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘ক’ সার্কেলের পরিদশর্ক হাওলাদার মোহাম্মদ সিরাজের নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় মেসার্স লাকী মোডিকেল হলে অভিযান পরিচালনা করেন। এ সময় ৬ পিস প্যাথেডিন উদ্ধার করে। লাইসেন্সবীহিন প্যাথোডিন মজুদ ও বিক্রির অভিযোগে ওই ফামের্সীর পাটর্নার মোঃ মামুনকে আট করা হয়। সে মৃত আবুল হোসেন হাওলাদারের পুত্র। অভিযানে সময় অপর মালিক আঃ মজিদ হাওলাদারের পুত্র এম এ মান্নান পালিয়ে যান। পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজ জানান, লাইসেন্সবিহীনভাবে ওই ফার্মেসী মোঃ মামুন ও এম এ মান্নান দুইজন যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। তারা দুইজনে র্দীঘদিন ধরে আইন শৃঙ্খলার বাহিনীর চোখ ফাকি দিয়ে অবৈধভাবে প্যাথেডিন মজুদ করে ব্যবসার পরিচালনা করে আসছিলেন।