খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে : মন্ত্রী নারায়ন চন্দ

0
517

ডুমুরিয়া প্রতিনিধি:
৩রা মার্চ খুলনার সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফলের লক্ষে বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্যে মন্ত্রী বলেন, ‘যারা স্বাধীনতার পরিপন্থি ছিলো তাদের সাথে মোকাবেলা আজো করতে হচ্ছে। সেই পরাজিত শক্তিরা এখনো গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। সুতরাং আমাদেরকে ঐক্যভাবে কাজ করতে হবে। খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে। দেখিয়ে দিতে হবে ডুমুরিয়া তথা খুলনাবাসী আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।’
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরউদ্দিন আল মাসুদের সভাপতিত্বে বক্তব্যদেন আ’লীগ নেতা এ্যাড রবীন্দ্রনাথ মন্ডল, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, জেলা পরিষদের সদস্য শোভা রানী হালদার, কাজী এমদাদুল হক, আবু সাঈদ সরদার, শেখ হেফজুর রহমান, খান আবু বক্কার, শেখ নাজিবুর রহমান, শেখ রবিউল ইসলাম, খান নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, খান শাকুর উদ্দিন, হিমাংশু বিশ্বাস, সুরঞ্জিত বৈদ্য, রামপ্রসাদ জোদ্দার, প্রতাপ রায় ও শেখ রবিউল ইসলাম, নারায়ণ মল্লিক, সরদার আব্দুল গণি, অদিত্য মন্ডল, মোল্যা সোহেল রানা, প্রভাষক গোবিন্দ ঘোষ, জিএম ফারুক হোসেন, মোল্যা জাহিদুল ইসলাম, মেহেদী হাসান বিপ্লব, শেখ ইকবাল হোসেন, মেহেদী হাসান রাজা, আবুল বাশার খান, শেখ মাসুদ রানা প্রমুখ।
প্রস্তুতি সভায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন আল মাসুদকে আহবায়ক করে ৭ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। আগামী ২৭ ফেব্রæয়ারী তারিখে একটি আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন সড়কে প্রদক্ষিনসহ পথসভা অনুষ্ঠিত হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।#