খুলনায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

0
523

তথ্যবিবরণী:

খুলনায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৮ আজ পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে খুলনার শিববাড়ি মোড়ে বিশেষ র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তৃতায় শেখ আব্দুল হানান জানান, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্থ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের পরিক্ষিত বন্ধু হিসেবে মর্যাদা লাভ করেছে। বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যরা বিচক্ষণতা ও পেশাদারিত্বের সাথে সংশ্লিষ্ট দেশের স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে।

এতে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর সামসুল আলম, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবীর, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেনসহ সশস্ত্র বাহিনী, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনী ও পুলিশের এক লাখ ৫৬ হাজার ৪০৯ জন শান্তিরক্ষী সদস্য বিশ্বের ৪০টি দেশে ৫৪টি মিশন সম্পন্ন করেছে। বর্তমানে সাত হাজার ৭৫ জন সদস্য শান্তিরক্ষী হিসেবে কাজ করছে। এ মহান দায়িত্ব পালনে বাংলাদেশের ১৪২জন সদস্য জীবন উৎসর্গ করেছেন।