খুলনায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান চিংড়ি পোনা ও কচ্ছপ জব্দ

0
529

নিজস্ব প্রতিবেদক:
খুলনা অভিযান চালিয়ে ৫৭ লক্ষ পিস চিংড়ি পোনা ও ৭৩ পিস জীবন্ত কচ্ছপ জব্দ করেছে কোস্ট গার্ডের পশ্চিম জোনের সিজি স্টেশন রূপসার একটি টহল দল। শুক্রবার দুপুর ১টায় রূপসা থানার অর্ন্তগত খানজাহান আলী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি পনের লক্ষ নয় হাজার পাঁচশত টাকা। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (রূপসা) এর উপস্থিতিতে চিংড়ি পোনা ও কচ্ছপ গুলোকে রূপসা নদীতে অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল¬াহ আল মাহমুদ জানান, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী মাস্য ও রেনু পোনা সংরক্ষণ অভিযানের আওতায় এই অভিযান পরিচালনা করছে এবং এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি রেনু ও ফাইসা নিধন রোধে কোস্ট গার্ড জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে থাকে। কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং উক্ত সাফল্য নিয়মিত অভিযানের অংশ।