খুলনায় কিস্তিতে ইজিবাইক দেয়ার কথা বলে অর্থ আদায়, প্রতারক আটক

0
438

নিজস্ব প্রতিবেদক:
খুলনায় জনসাধারণকে কিস্তিতে ইজিবাইক দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগে মোঃ শাকিল আহমেদ (২৮) নামের এক প্রতারককে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। রবিবার তাকে বসুপাড়া ডলফিন ভিডিও মোড় থেকে আটক করা হয়। আটক শাকিল সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার সিদ্দিক আহমেদ’র ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হক জানান, ইজিবাইক দেওয়ার লোভ দেখিয়ে লোকজনের কাছ থেকে অর্থ আদায় করছে একটি চক্র- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের হোতা এস কে ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এর মালিক মোঃ শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ব্র্যাক ব্যাংকের ১২০টি ভুয়া চেক উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত শাকিল আহমেদ এবং তার দুই সহযোগী শওকত ও আফজাল মিলে দীর্ঘদিন ধরে ভুয়া চেকের মাধ্যমে প্রতারণা করে আসছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।