খুলনায় একদিনে সর্বোচ্চ ২৬ জনের করোনা শনাক্ত

0
321

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ১৩ জন, মহানগরীর ১০ জন রয়েছেন, বাকি ৩ জন মাগুরা জেলার। মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৪৮টি। এদের মধ্যে এখন পর্যন্ত একদিনে সর্বাধিক ২৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ২৩ জন খুলনার জেলার। বাকি ৩ জন মাগুরা জেলার।
তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে ১২ জনই দিঘলিয়া উপজেলার। এরা হলেন- সেনহাটির ৪০ বছরের নারী, ৫৫ বছরের এক যুবক, ২২ বছরের এক নারী, ৪৫ বছরের যুবক, ৪৯ বছরের এক নারী, ১৮ বছরের এক যুবক, ১৫ বছরের এক নারী, ৩৫ বছরের এক নারী, ২৫ বছরের এক যুবক, ৮ বছরের শিশু, ৬০ বছরের এক যুবক ও একই উপজেলার ফারমিশখানার ২০ বছরের নারী। মহানগরীতে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন- মহানগরীর ছোট বয়রার শান্তিনগরের ২০ বছরের নারী, ১৯৮ ক্রিসেন্ট কলোনী খালিশপুরের ৫৫ বছরের এক বৃদ্ধ, খান এ সবুর রোডের ঘড়ি মঞ্জিলের ৪৫ বছরের নারী, একই এলাকার ৫১ বছরের এক ব্যক্তি, দৌলতপুর পাবলা দফাদারপাড়ার ৩৪ বছরের যুবক, খুলনা মেডিকেল কলেজের ৩০ বছরের এক নারী, কে ডি ঘোষ রোডের ৫৫ বছরের এক ব্যক্তি, আবু নাসের হাসপাতালের এক যুবক, কেডিএ নিউমার্কেট এলাকার এক যুবক, শেরে বাংলা রোডের এক যুবক। কয়রা উপজেলার একজন হলেন গিলাবাড়ি এলাকার ৪৫ বছরের এক যুবক। এছাড়াও খুমেকের ল্যাবে মাগুরা জেলার ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।