খুলনায় আচরণ বিধি নিশ্চিতে ২০ ম্যাজিষ্ট্রেট নিয়োগ

0
717

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি নিশ্চিত করার লক্ষে খুলনা মহানগরীসহ জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ দেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

খুলনা জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হেলাল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার(১৫ই নভেম্বার) নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের তালিকা প্রকাশ করেন।

নিয়োগকৃত ম্যাজিষ্ট্রেটগণ হলেন, খুলনা মহানগরীর জন্য এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মুহাম্মদ আরাফাতুল আলম, সুস্মিতা সাহা, বুলি বিশ্বাস, অংগ্যাজাই মারমা, শাহীন সুলতানা, মোঃ মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন, কাজী নাহিদ ইভা, মোঃ রাশেদুল ইসলাম ও তাপসী রাবেয়া। খুলনা জেলার জন্য নিয়োগপ্রাপ্তরা হলেন সাবরিনা সুলতানা, মোঃ আব্দুল আউয়াল, মোঃ দেলোয়ার হোসেন, সঞ্জীব দাস, মোঃ ইমরান খান, মোঃ ঈসমাইল হোসেন, সেন্টু কুমার বড়ুয়া, মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল ও মোঃ রাকিবুল হাসান।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগন নির্বাচনী এলাকায় আচরণবিধী লঙ্ঘন করলে দ্রুত বিচারিক আইনে ব্যাবস্থা গ্রহন  করবেন।