কুল্যায় পূর্বশত্রুতার জেরে গাছ কর্তন

0
319

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে ৭/৮টি গাছ কেটে দেওয়া হয়েছে। জানাগেছে, আশাশুনি সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছহিল উদ্দিন সরদার ও তার স্ত্রী শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা কুল্যা মোড়ের কাছে ক্রয়কৃত ২০ শতক জমিতে দীর্ঘদিন ঘরবাড়ি বেধে বসবাস করে আসছেন। জমির পাশে বসবাসকারী ইছহাক আলি সরদারের ছেলে শাহাদাৎ সরদারের সাথে জমি জমা সংক্রান্ত তাদের পূর্ব শত্রুতা রয়েছে। রোববার সকালে তারা যথারীতি চাকরীস্থলে চলে গেলে বেলা সাড়ে ১০ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ শাহাদাৎ হোসেন দিং লোকজন নিয়ে তাদের পুকুর পাড়ের সীমানায় লাগানো ৭/৮ টি মূল্যবান মেহগনি ও নিম গাছ গাছের মাঝ বরাবর থেকে কেটে ফেলে দেয়। ফলে গাছগুলো নষ্টের পাশাপাশি তাদের উপর প্রতিপক্ষের শত্রুতার প্রকাশ্য অবস্থান তাদেরকে হুমকীগ্রস্ত করে তুলেছে। প্রকাশ্য দিবালোকে অন্যের জমিতে অবৈধ প্রবেশ করে গাছ কর্তনের মত জঘন্য ঘটনার প্রতিকার প্রার্থনা করেছেন শিক্ষকদ্বয়। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।