খুলনায় অনুষ্ঠিত হলো ২ দিনব্যাপী “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা”

0
574

খুলনা অফিসঃ রাজধানী ঢাকায় সফলভাবে সম্পন্ন করার পর খুলনায় ২৬ থেকে ২৭ অক্টোবর ২ দিনব্যাপী অনুষ্ঠিত হলো “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা”। প্রভাতী স্কুল মাঠ প্রাঙ্গন, মুহসিন কলেজ লেন, খালিশপুর, খুলনায় দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের পুরোটা জুড়েই ছিল খুলনার বাইকার ও বাইক লাভারদের জন্য টেষ্ট রাইড, জিমখানা সেফটি রাইডিং এবং আরও নানা আকর্ষনীয় আয়োজন। যেখানে তরুনদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো।

 

 

এছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেয় দেশসেরা সেলিব্রেটিগণ। ইয়ামাহা’র এই ইভেন্ট এর মাধ্যমে খুলনায় মোটর সাইকেল নিয়ে এত বড় আয়োজন এই প্রথম করা হলো। এ নিয়ে খুলনা নগরীর তরুণ ও যুবকদের মধ্যে বেশ উচ্ছাস লক্ষ্য করার মতো। এসিআই মোটরস্ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মি: সুব্রত রঞ্জন দাস ও কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ইভেন্টের মূল ফোকাস পয়েন্ট ছিল টেস্ট রাইড। আর নতুন আকর্ষন হিসেবে ছিল জিমখানা রাইডিং। ণধসধযধ জ১৫ ঠবৎংরড়হ ৩.০, ণধসধযধ ঋতং ডাবল ডিস্ক এবং ইয়ামাহার স্কুটার গুলো টেস্ট রাইড করা হয় এই প্রোগ্রামে। অন্যান্য ইভেন্ট এর মত এবার খুলনায় ও “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা”য় অনেক মোটর সাইকেল প্রেমীদের ভীড় জমে।