ঘুরে দাঁড়িয়েছে দাতাদের অর্থ ছাড়

0
301

খুলনাটাইমস অর্থনীতি :দাতাদের কাছ থেকে বৈদেশিক সহায়তার অর্থ ছাড় নভেম্বর মাসে এসে ঘুরে দাঁড়িয়েছে। এই মাসে ১৯ কোটি ২৬ লাখ ডলার ছাড় হয়েছে। যাতে নভেম্বরে এসে বৈদেশিক অর্থ ছাড় আগের বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৮৫ লাখ ডলার বেশি হয়েছে। যদিও অক্টোবর মাস পর্যন্ত বৈদেশিক অর্থ ছাড় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এক কোটি ৮৭ লাখ ডলার পিছিয়ে ছিল। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. মনোয়ার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থবছরের প্রথম দিকে অর্থ ছাড়ে গতি না পাওয়ায় আমরা বৈদেশিক সহায়তাপুষ্ট বড় বড় প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে মন্ত্রণালয় ভিত্তিক নিবিড় পরিবীক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করি। ওই পরিবীক্ষণের কারণে প্রকল্প বাস্তবায়ন গতি পাওয়ার পাশাপাশি বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ে গতি বেড়েছে বলে আমি মনে করি।” ইআরডি‘র সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের নভেম্বর মাস পর্যন্ত চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১৬২ কোটি ৬৩ লাখ ডলার বৈদেশিক সহায়তা ছাড় হয়েছে। এর মধ্যে অনুদান হিসেবে ৮ কোটি ২৩ লাখ ডলার আর বাকি ১৫৪ কোটি ৪০ লাখ ডলার ছাড় হয়েছে ঋণ সহায়তা হিসেবে।গত ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ১৪৯ কোটি ৭৭ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আগের অর্থবছরের তুলনায় ১২ কোটি ৮৫ লাখ ডলার বেশি ছাড় হয়েছে। অক্টোবর মাস পর্যন্ত চার মাসে বিদেশি ঋণের অর্থ ছাড়ের পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে এক কোটি ৮৭ লাখ ডলার কম ছিল। অর্থবছরের প্রথম পাঁচ মাসে দাতাদের পুঞ্জিভূত পাওনা থেকে পরিশোধ করা হয়েছে ৬৮ কোটি ৭৮ লাখ ডলার। গত অর্থবছরে এ পরিশোধের পরিমাণ ছিল ৫২ কোটি ৪৮ লাখ ডলার। সে হিসাবে এবারের প্রথম পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ৩০ লাখ ডলার বেশি পরিশোধ করতে হয়েছে। অপরদিকে এই সময়কালের মধ্যে সরকার বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান ও চীনসহ সব দাতা দেশ ও সংস্থার কাছ থেকে নতুন ঋণ সহায়তা হিসেবে চুক্তি করতে পেরেছে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময়ে ৩৮২ কোটি ৫২ লাখ ডলারের নতুন ঋণের চুক্তি হয়েছিল।