খুবি ট্রেজারারের বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন

0
369

খবর বিজ্ঞপ্তি: খুলনার একুশে বই মেলায় আগেই পাঠককুলের দৃষ্টি কেড়েছে বঙ্গবন্ধু কর্ণার নামে খুলনা মহানগর যুবলীগের স্টলটি। বিভিন্ন স্কুল কলেজের কোমলমতি ছাত্র ছাত্রীদের বিভিন্ন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ইতিহাসের বিভিন্ন বই। যা হাতে পেয়ে অনেক উৎসাহী হচ্ছে শিশুরা। এজন্যই প্রতিদিন দলে দলে বিভিন্ন বয়সী বইপ্রেমীরা মেলায় “বঙ্গবন্ধু কর্ণার” পরিদর্শনে আসেন। সোমবার বঙ্গবন্ধু কর্ণারে আসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এসময় তিনি খুলনা মহানগর যুবলীগের ভিন্নধর্মী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, যুবলীগের এমন কাজ আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সহযোগীতা করবে।
এছাড়া বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শনে আসেন ফিনল্যান্ডের হেলিসিংক্স বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্লানিং বিষয়ের গবেষক ড. মুজিবুর রহমান, খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম, খুলনা ভ্যাট এক্সাইট ও কর কমিশনারের অতিরিক্ত কমিশনার মনজুর আলম, খুলনা বিভাগীয় আঞ্চলিক তথ্য অফিসার মো: জাভেদ ইকবাল, সরকারি বি এল কলেজের বাংলা বিভাগের মোটিভেশনাল স্পিকার মো: মামুন কাদের, সোনালী ব্যাংকের সহকারি ব্যবস্থাপনা পরিচালক সুজিত কুমার মন্ডল, সরকারি বি এল কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এস এ ইসমাইল হোসেন।
এসময় সকলকে বঙ্গবন্ধুর নিজের লেখা “আমার দেখা নয়াচীন” নামক বইটি উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, বিশিষ্ট সাংবাদিক মো: সাহেব আলী, যুবনেতা কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, ইয়াসিন আরাফাত, ইলিয়াস হোসেন লাবু, মো: রফিকুল ইসলাম, বিপ্লব ধর তত্ত্বি, মাহামাদুর রহমান রাজেশ সহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।