খুবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরামর্শ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি

0
512

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে মঙ্গলবার আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, এগ্রোটেকনোলজি এ পাঁচটি ডিসিপ্লিনের প্রথম বর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিষয়ে পরামর্শ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি (প্রোগ্রাম অন একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন) শীর্ষক দিনব্যাপী এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ে সব কিছুরই পরিসর বড়, মননের জায়গা বড়। এখানে নির্দিষ্ট বিষয় পড়লেও বহুমুখী জ্ঞান অর্জন করা যায়। এমনকি যেখানে থাকা হয় অর্থাৎ আবাসিক হলে সেখানেও বহুমুখী জ্ঞান ও সাংস্কৃতিক বৈচিত্রের সাথে পরিচিত হওয়া যায়, জ্ঞান লাভ করা যায়। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার পীঠস্থান, এখানে শিক্ষা ও গবেষণা হয়। গবেষণা হলো সত্য অনুসন্ধান করা, গবেষকরা সত্যের অনুসন্ধানী হন। বিশ্ববিদ্যালয়ের সবাই সত্যের অনুসন্ধানে, যুক্তির অনুসন্ধানে ব্যাপৃত থাকেন। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের নিরন্তর গবেষণার সুফলই মানব জাতি উপভোগ করছে। গবেষণা মানুষের জীবনকে সহজ করে তুলেছে। বিশ্ববিদ্যালয় সমাজে নতুন নতুন চেতনার উদ্ভব ঘটায়, সমাজের চাহিদা নিয়ে কাজ করে। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের হতে হবে যুক্তিবাদী। গবেষণা চর্চার মূল বিষয় হলো স্বাধীন মতামতকে, যু্িক্তকে প্রাধান্য দেওয়া। তাই যে প্রতিষ্ঠান যুক্তির ভিত্তিতে চলে সেখানে সন্ত্রাস স্থান পায় না। তিনি নবাগত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহুমুখী জ্ঞানার্জনের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হওয়ার পরামর্শ দেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. ফিরোজ আহমেদ, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্স এর সহকারি অধ্যাপক সুবর্ণা সরকার ও প্রভাষক কল্যাণী বাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সমীর কুমার সাধু। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধান ও প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি#