খাশোগিকে হত্যায় নির্দেশের অভিযোগ ফের অস্বীকার সৌদি যুবরাজের

0
256

খুলনাটাইমস বিদেশ :তুরস্কের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগিকে সরাসরি হত্যার নির্দেশের অভিযোগ ফের অস্বীকার করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাতকারে তার জ্ঞাতসারে হত্যার অভিযোগ নাকচ করে জানান, রাষ্ট্রীয় নেতা হিসেবে এ ব্যাপারে ‘আরও দায়িত্ব’ নেবেন তিনি।বিয়ের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত বছরের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি দূতাবাসে গিয়ে হত্যার শিকার হন অনুসন্ধানী সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগি। তিনি সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত এই সাংবাদিক সৌদি আরবে ফেরার বিষয়ে রিয়াদের চাপ অগ্রাহ্য করে আসছিলেন। প্রথমে রিয়াদের পক্ষ থেকে খাশোগিকে হত্যার কথা অস্বীকার করা হলেও তুরস্কের সংবাদমাধ্যমগুলো সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ হাজির করতে থাকে। মার্কিন তদন্ত সংস্থা সিআইএ ও পশ্চিমা দেশগুলোও বলে আসছে, এই হত্যাকা-ের নির্দেশদাতা সৌদি যুবরাজ। তবে রিয়াদের কর্মকর্তাদের দাবি, এতে তার কোনও ভূমিকা ছিল না। তবে সম্প্রতি রাষ্ট্রনেতা হিসেবে দায় নিয়ে যুবরাজ বলেন, ‘খাশোগি হত্যার সব দায় আমার। কারণ, এটা আমার দায়িত্বের অধীনেই ঘটেছে।’ সিবিএসকে দেওয়া এক সাক্ষাতকারে এমবিএসখ্যাত যুবরাজ বলেন, ‘সৌদি সরকারের হয়ে কাজ করা ব্যক্তিদের দ্বারা এই হত্যাকা- সংগঠিত হওয়ায় সৌদি নেতা হিসেবে আমি এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি।’ এ সময় ওই বিষয়ে আদৌ তার কোন তথ্য জানা ছিল কিনা সেই অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন। উল্লেখ্য, সে সময় তুরস্কের পক্ষ থেকে খাশোগি হত্যায় ১৫ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পরে আন্তর্জাতিক চাপে মুখে ১১ জনকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করে সৌদি প্রশাসন। হত্যার নির্দেশ ও অপরাধ সংঘটনে জড়িত থাকার দায়ে সে সময় তাদের মধ্যে থেকে পাঁচজনের মৃত্যুদ- চাওয়া হয়েছে বলে জানিয়েছিলেন দেশটির অ্যাটর্নি জেনারেল।