খালেদা জিয়াকে মুক্ত না করে আন্দোলনরত নেতা-কর্মীরা রাজপথ ছাড়বে না

0
318

প্রেস বিজ্ঞপ্তি:
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে আন্দোলনরত নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যেতে পারে না, যাবে না। জাতিসংঘের অধীনে সেনা বাহিনীর তত্তাবধায়নে গ্রহনযোগ্য সহায়ক সরকারের নিয়ন্ত্রণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ততোটা ভোট পাবে না, যতোটা মামলা বিএনপি নেতাকর্মীদের নামে রয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত তৃতীয় পর্যায়ের কর্মসূচি সফলে সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেসিসি মেয়র মনিরুজ্জামান মনি, মীর কায়ছেদ আলী, মুশাররফ হোসেন, খায়রুজ্জামান খোকা, স ম আব্দুর রহমান, আব্দুল জলিল খান কালাম, সৈয়দা রেহেনা ঈসা, সিরাজুল ইসলাম মেঝোভাই, ইকবাল হোসেন খোকন, জাফরউল্লাহ খান সাচ্চু, শাহাজালাল বাবলু, ফকরুল আলম, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, শেখ হাফিজুর রহমান হাফিজ, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু, শাহিনুল ইসলাম পাখী, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, এ্যাড. গোলাম মওলা, মহিবুজ্জামান কচি, শেখ সাদী, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, কেএম হুমায়ুন কবির, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, সেখ কামরান হাসান, শেখ ইমাম হোসেন, মাহবুব হাসান পিয়ারু, মোঃ মুজিবুর রহমান, একারমুল হক হেলাল, নিয়াজ আহমেদ তুহিন, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহম্মেদ সুমন, আব্দুর রহমান, মোহাম্মদ আলী ও সাইমুন রাজ্জাক প্রমুখ।
এদিকে, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে গণস্বাক্ষর অভিযান ও লিফলেট বিতরণ চলছে। আগামী ১০ শে মার্চ বিকেল ৩টায় খুলনায় বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে। বিভাগীয় সদর খুলনার জনসভায় এ অঞ্চলের জেলাগুলোর শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হবে।##