কয়রায় ৫৭ রাশমেলায় দর্শনার্থী আটক, হরিণের মাথা ও হাড় উদ্ধার

0
544

এম, রকিব হাসান, কয়রা (খুলনা) প্রতিনিধি :

হরিণ শিকারের অভিযোগে বনবিভাগ ৫৭ জন রাশ মেলা দর্শানর্থীকে আটক করেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বনবিভাগের ফরেস্ট টহল দল খুলনা-১ এর টিম লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে বনবিভাগের একটি স্মার্ট টিম খুলনা রেঞ্জের নীলকমল এলাকার মোরগখালী খাল হতে তাদেরকে আটক করে।
এসময় আটককৃতদের নিকট থেকে হরিণ ধরার ৫০০মিটার ফাঁদ, রক্তমাখা বটি, দা, কুড়ালসহ হরিণের মাথা ও হাড় উদ্ধার করে। আটককৃতরা খুলনা, সাতক্ষীরা, ডুমুরিয়া, দাকোপ, বটিয়াঘাটার বাসিন্দা। আটককৃতদের শুক্রবার সন্ধ্যায় কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এব্যাপারে বন আইনে ২৬/১(ক)(চ) দফা অনুযায়ী আদালতে মামলা হয়েছে। আটককৃতদের কয়রা আদালতে নিয়ে এলে আদালত চত্বরে শত শত উৎসুক জনতা ভীড় জমায়। এর আগে ২০১৬ সালে ৫৪ জন রাশমেলা দর্শনার্থীকে হরিণের মাংস সহ আটক করেছিল বনবিভাগ।