কয়রায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়িকে জরিমানা

0
289

কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ৯ টায় কয়রা সদরের পাইকারি কাঁচা বাজারে ও বিভিন্ন দোকানে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরে- ই আলম সিদ্দিকির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযান কালে কৃত্রিম সংকট তৈরি করে ৫০থেকে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা লাভে পাইকারি বিক্রয় করা ও খুচরা ২০ টাকা কেজি প্রতি লাভ করায় কপোতাক্ষ বাণিজ্য্য ভান্ডার, ভাই ভাই ষ্টোর, শাহলোম বেপারি, ও খলিল ষ্টোরকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ৩৮ ধারায় ১৭০০০ টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্য খুচরা দোকানগুলোকে পণ্যের বাড়তি দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয় এবং দোকানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে দিতে নির্দেশনা প্রদান করা হয়।নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসাবে কয়রা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট নুরে আলম সিদ্দিকি। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতা সাধারণ।